ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

খুবিতে ‍‍`সাকু‍‍`র সভাপতি ইমন এবং সাধারণ সম্পাদক মুকুট নির্বাচিত

আবিদ হাসান, খুবি প্রতিনিধি:

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৯:১০ পিএম

খুবিতে ‍‍`সাকু‍‍`র সভাপতি ইমন এবং সাধারণ সম্পাদক মুকুট নির্বাচিত

ছবি: বর্তমান বাংলাদেশ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের এলামনাই এসোসিয়েশন (সাকু) এর নির্বাচনে সভাপতি হিসেবে বিজয়ী লাভ করেছেন ‍‍`০০ ব্যাচের সাফায়েত হাসান ইমন এবং সাধারণ সম্পাদক ‍‍`০২ ব্যাচের মোঃ তাকদিউর রহমান মুকুট।

গত শনিবার (২ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের এলামনাই এসোসিয়েশন (সাকু) এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম বলেন, অনলাইনের মাধ্যমে রাত ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ৯৩% ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন    সহ-সভাপতি পদে মোঃ হুমায়ুন কবির, ওয়াসি রেজা খান এবং মোঃ মনিরুল ইসলাম,  কোষাধ্যক্ষ পদে মোঃ আসাদুজ্জামান শাকিল, যুগ্ম সম্পাদক পদে এস এম পারভেজ ইমরান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বাপ্পী শাহরিয়ার,  দপ্তর সম্পাদক পদে মোঃ মাসুদ শেখ, তথ্য, প্রচার ও প্রকশনা সম্পাদক পদে সামিউল আহসান জ্যোতি,  ক্রীড়া সম্পাদক পদে তানভীর ইসলাম, শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ জিহাদ হোসাইন,  আন্তজার্তিক সম্পর্ক বিষয়ক সম্পাদক পদে আহমেদ বিন আব্দুস সালাম রনি, গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে মোঃ তারেক বিন সালাম, ছাত্র বিষয়ক সম্পাদক পাে এস এম শাহরিয়ার জামান শিশির, মহিলা বিষয়ক সম্পাদক পদে লুৎফা পারভীন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে বাধন আহমেদ।

এছাড়াও নির্বাহী সদস্য পদে মোঃ ফেরদৌস চৌধুরী কাজল, মোঃ গোলাম কিবরিয়া রিপন, মোঃ আবীর হাসান চঞ্চল, শাইকা আরোবী, মাহমুদ আলম নাঈম, আবু আনজুম আলিফ, মোঃ কামরুজ্জামান, নিপ্পন হালদার, মোঃ সাইফুজ্জামান স্বাধীন ও মোঃ আব্দুল খালেক সরকার রাব্বানী নির্বাচিত হয়েছে।

নির্বাচন শেষে অত্যন্ত আন্তরিকতার সাথে বিজয়ী ও বিজিত প্রার্থী একে অপরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, যা ছিলো একটি সুন্দরতম গণতান্ত্রিক প্রক্রিয়ার উদাহরণস্বরূপ। ফলাফল ঘোষণার পর একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় ও কেক কাটা ও মিষ্টি মুখের মাধ্যমের ফলাফল ঘোষণা শেষ হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!