ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

নতুন কমিটি গঠনের আশঙ্কায় বাতিল ইবি ছাত্রদলের কর্মীসভা

ইবি প্রতিনিধি:

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৪:৩০ পিএম

নতুন কমিটি গঠনের আশঙ্কায় বাতিল ইবি ছাত্রদলের কর্মীসভা

ছবি-বর্তমান বাংলাদেশ।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় সাড়ে তিন বছর আগে, তবে এখনো ঘোষণা করা হয়নি নতুন কমিটি। কর্মীরা বারবার কর্মী সম্মেলনের দাবি জানালেও তা বাস্তবায়ন হয়নি, যা নিয়ে নেতাকর্মীদের মাঝে বাড়ছে অসন্তোষ ।

সূত্র বলছে ২০২১ সালের ১৬ জুন সাহেদ আহম্মেদকে আহ্বায়ক এবং মাসুদ রুমী মিথুনকে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটিতে অছাত্র, বিবাহিত ও চাকরিজীবীদের অন্তর্ভুক্তির কারণে একাংশ তা প্রত্যাখ্যান করে। এর ফলে সংগঠনের অভ্যন্তরে দ্বন্দ্ব শুরু হয়, যা এখনো চলমান।

সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি কর্মীসভা আয়োজনের কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। সংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, নতুন কমিটি আসার সম্ভাবনায় আহ্বায়ক সাহেদ আহম্মেদ কৌশলে সভাটি বাতিল করেছেন।

কেন্দ্রীয় ছাত্রদল দীর্ঘদিন পর কর্মীসভা আয়োজনের নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ। তিনি বলেন, "আহ্বায়কের ব্যক্তিস্বার্থ রক্ষার জন্য কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে কর্মীসভাটি বাতিল করা হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থী শূন্যতার অজুহাত দেখানো হলেও বাস্তবে ক্যাম্পাস ছিল শিক্ষার্থী মুখরিত, বইমেলা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান চলছিল।"

তিনি আরও বলেন, "বর্তমান কমিটির অধিকাংশ সদস্য নিষ্ক্রিয়, অনেকেই বিবাহিত ও চাকরিজীবী। কর্মীসভা হলে নতুন কমিটির অনুমোদন হতে পারে, এ আশঙ্কাতেই সভাটি বাতিল করা হয়েছে।"

সংগঠনের এক কর্মী আল-আমিন জানান, "আনোয়ার পারভেজ ভাই সভাটি বাস্তবায়নের জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু মিথ্যা অজুহাতে তা পিছিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ইউনিটে কর্মীসভা হওয়ার পর কমিটি বিলুপ্ত হচ্ছে, তাই হয়তো এই ভয় থেকেই তারা সভাটি করেনি। এখনই কর্মী সম্মেলন আয়োজনের উপযুক্ত সময়, কারণ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে।"

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জহির উদ্দিন বলেন, "ইবিতে কর্মীসভা হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তাজনিত উদ্বেগ ও শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে পরিবর্তন আসুক।"
তবে শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, "ক্যাম্পাসের পাশে সাম্প্রতিক তিনজন হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া ২৬ ফেব্রুয়ারি ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক শিক্ষার্থী বাড়ি চলে যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে আলোচনার পর কর্মীসভাটি পিছিয়ে দেওয়া হয়েছে।"

বর্তমান বাংলাদেশ

Link copied!