ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

হাকিমপুর (হিলি) ছাত্র সংসদের নেতৃত্বে আব্দুল্লাহ-অনিক

ইবি প্রতিনিধি:

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৫:৪১ পিএম

হাকিমপুর (হিলি) ছাত্র সংসদের নেতৃত্বে আব্দুল্লাহ-অনিক

ছবি: বর্তমান বাংলাদেশ।

দিনাজপুরের হাকিমপুর উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘হাকিমপুর (হিলি) পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ২০২৪-২৫ বছরের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহকে সভাপতি ও রুয়েটের রাফিউল ইসলাম অনিককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবিষয়ে জানানো হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে তিন জনকে সহ-সভাপতি করা হয়েছে। তারা হলেন বেরোবির রেজুয়ানুল হক, জবির তৌহিদুজ্জামান বাবু, পাবিপ্রবির শাহিনা আক্তার। যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন ঢাবির রোকনুজ্জামান রূপম, বশেমুরপ্রবির মোকলেসুর রহমান তিতুমীর এবং রাবির আতিক শিহাব।

এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন ইমরুল কায়েস শিহাব। সহ- সাংগঠনিক সম্পাদক হলেন বুটেক্সের আখতারুজ্জামান ইমন, বাকৃবির সুপর্ণা বসাক মমো এবং খুবির নুরনবী শাওন। অর্থ সম্পাদক হিসেবে আছেন বেরোবির হুজাইফা হোসেন। সহ-অর্থ সম্পাদক হলেন, চবির ইশতিয়াক আহমেদ, রাবির মাসুদুর রহমান রঞ্জ এবং হাবিপ্রবির মমতা ইয়াসমিন মুন্নি।

ক্রীড়া সম্পাদক করা হয়েছে পাবিপ্রবির তারেক রহমান হৃদয়কে এবং সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে আছেন ঢাবির সোহানুর রহমান, ববির কবিরুল ইসলাম এবং রুয়েটের সালমান হোসাইন শান্ত। দপ্তর সম্পাদক হিসেবে আছেন হাবিপ্রবির সাব্বির আহমেদ। সহ-দপ্তর সম্পাদক হিসেবে আছেন রুয়েটের সাদমান শিহাব রাফসান, বেরোবির এমরুল হাসান এবং জাবির মোঃ আলিফ।

এছাড়াও ছাত্রী বিষয়ক সম্পাদক করা হয়েছে ঢাবি থেকে নুসরাত নাবিলা অগ্নিকে। পাশাপাশি সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে আছেন বেরোবির নুরেছা খাতুন, জাবির তানিয়া আক্তার এবং বেরোবির আফরিন নেগার মিউনিক। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে আছেন জাবির অর্পিতা বসাক পূজা এবং সহ-সাং. বিষয়ক সম্পাদক বাকৃবির সেলিম রেজা সত্য, জবির ফাহিম শাহরিয়ার এবং বেরোবির শামীমা আক্তার শিফা।

কমিটির প্রচার সম্পাদক হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মোবারক হোসেন। সহ-প্রচার সম্পাদক হলেন বেরোবির হারুণ উর রশিদ, সলিমুল্লাহ মেডিকেল কলেজের শাফায়েত হোসেন তানভীর এবং জাবির মারুফা আক্তার। চিকিৎসা বিষয়ক সম্পাদক হিসেবে আছেন কুমেকের রিফাত ইসলাম এবং সহ-চিকিৎসা বিষয়ক সম্পাদক হলেন রামেকের তাহসিনা খানম।

এছাড়াও কমিটিতে ৭ জনকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে। কুয়েট থেকে নাহিদ হাসান সিফাত, হাবিপ্রবি থেকে মৌদুদা খাতুন বৃষ্টি,বা.শে.মু.র.বি.প্র.বি থেকে জাকারিয়া সজীব, পাবিপ্রবি থেকে দিলশাদ জাহান রাবেয়া, জাবি থেকে আবিদ হাসান, রাবি থেকে সুস্মিতা সরকার এবং যবিপ্রবি থেকে সুমন।

বর্তমান বাংলাদেশ

Link copied!