বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বিজনেস ক্লাব-এর কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান মিরাজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী তানজিলা আক্তার মিম।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একটি সভা কক্ষে এক্সিকিউটিভ মিট আপ অনুষ্ঠানে ববি বিজনেস ক্লাবের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ ঘোষণা করেন।
কার্যনির্বাহী কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন দিপা বিশ্বাস এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন মো.মৃদুল ইসলাম ও তামান্না আক্তার ময়ূরী। তাছাড়া সিনিয়র সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন শহীদ আফ্রিদি এবং সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন রিয়াদ মাহমুদ ও অয়ন ভাদুরী।এছাড়াও বিভিন্ন কার্যকরী বিভাগের প্রধান হিসেবে রয়েছেন মো.নিহাল খান, মো.মাসুদ রানা,আব্বাস উদ্দিন তামিম,তানভির এনায়েতুল্লা, শাহেদ বিন সিদ্দিক,বাঁধন দাস,প্রান্ত বিশ্বাস, রনি আহমেদ,নূর মোহাম্মদ এবং সৌরভ রয়।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নবগঠিত কমিটির সভাপতি মিরাজ বলেন, সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। ববি বিজনেস ক্লাব সূচনা লগ্ন থেকেই কর্পোরেট দুনিয়ার চাহিদা ভিত্তিক দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে। বিশ্বায়নের এই যুগে দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রে কৌশলগত দক্ষতা, পেশাদারিত্ব এবং নেতৃত্বের গুণাবলী ছাড়া সফল হওয়া কঠিন। ববি বিজনেস ক্লাব শিক্ষার্থীদের এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আমরা শিক্ষার্থীদের কর্পোরেট গ্রুমিংয়ে সহায়তা করতে কাজ করব, যেখানে তারা দক্ষতা উন্নয়ন, ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে নেটওয়ার্কিং এবং বাস্তবমুখী নেতৃত্বের শিক্ষা পাবে। আশা করি নতুন কমিটিতে আমার দায়িত্ব যথোপযুক্তভাবে পালন করার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পেছনে অবদান রাখতে পারবো।
সাধারণ সম্পাদক মিম বলেন, ববি বিজনেস ক্লাব বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের প্রানের জায়গা! ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে আমি ক্লাবের উন্নয়ন, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসায়িক জ্ঞানের প্রসারে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সকলের সহযোগিতা এবং সমর্থন নিয়ে আমরা ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো আশা করি, যাতে এটি বিশ্ববিদ্যালয়ে এবং বাহিরে শক্তিশালী ও কার্যকরী একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করে।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে ববি বিজনেস ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসায়িক জ্ঞানের প্রসারে কাজ করে আসছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও চাকরী জীনবে প্রয়োজনীয় দক্ষতার মেলবন্ধনে কাজ করে যাচ্ছে ক্লাবটি। প্রতি বছর বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে শিক্ষার্থীদের মান উন্নয়ন করে থাকে। পাশাপাশি ক্লাবটি ক্যারিয়ার উন্নয়ন, স্কিল উন্নয়নে নানা ধরনের সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করে থাকে।
আপনার মতামত লিখুন :