ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

শহিদদের স্মরণে চবি আবৃত্তি মঞ্চের উদ্যোগে ‍‍`পথ আবৃত্তি‍‍`

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৯:৫৪ পিএম

শহিদদের স্মরণে চবি আবৃত্তি মঞ্চের উদ্যোগে ‍‍`পথ আবৃত্তি‍‍`

ছবি-বর্তমান বাংলাদেশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবৃত্তি মঞ্চের উদ্যোগে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে ‍‍`পথ আবৃত্তি‍‍` অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার  (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরে এ ‍‍`পথ আবৃত্তি‍‍` অনুষ্ঠিত হয়।

 

উম্মে সালমা হিমি ও তাসলীম হাসানের সঞ্চালনায় জাতীয় সংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। উদ্বোধনী বক্তব্য দেন দর্শন বিভাগের অধ্যাপক ও মঞ্চের উপদেষ্টা মাছুম আহমেদ।

 

আবৃত্তির পাশাপাশি ছিল গানের আসর। গান পরিবেশন করেন ভং স্টুডিও।  

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও মাহফুজ আহমেদ।

 

চবি আবৃত্তি মঞ্চের সভাপতি উম্মে সালমা নিঝুম বলেন, আমাদের আবৃত্তি মঞ্চ ২৫ বছরে পদার্পণ করেছে। আমরা আজকে শহীদদের স্মরণে পথ আবৃত্তির আয়োজন করেছি। 


আমরা বিশ্বাস করি তারুণ্যের যে সংগ্রাম, চেতনা ও আদর্শ এটা বহমান থাকবে।  


সুদীর্ঘ অতীত থেকে বিদ্রোহী বাঙালি শোষণের  নাগপাশ মুক্ত হতে লড়াই করেছে, প্রাণ দিয়েছে। আর বাঙালির সকল সংগ্রামে, দ্রোহে-বিদ্রোহে প্রেরণা যুগিয়ে সারথী হয়েছে কবিতার প্রতিটি সত্য উচ্চারণ।  দ্রোহে বিদ্রোহে জাগ্রত কবিতা এই স্লোগানকে ধারণ  করে তাই আমাদের মৌলিক আয়োজন পথ আবৃত্তি।

বর্তমান বাংলাদেশ

Link copied!