ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

জাবির সাংবাদিকতা বিভাগ সংসদের ভিপি ফরহাদ, জিএস মুশফিক

জাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৬:১৫ পিএম

জাবির সাংবাদিকতা বিভাগ সংসদের ভিপি ফরহাদ, জিএস মুশফিক

ছবি: বর্তমান বাংলাদেশ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে প্রথমবারের মতো জেএমএস সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

জেএমএস সংসদ নির্বাচন-২০২৫ এর কার্যকরী পরিষদে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ফরহাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৫০তম ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রহমান।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মৃধা মোহাম্মদ শিবলী নোমান ফলাফল ঘোষণা করেন।

বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন: সহ-সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, কোষাধ্যক্ষ মো. লাদেন, দফতর সম্পাদক মুন্না গাজী, উপ-দফতর সম্পাদক আমানউল্লাহ খান, প্রচার সম্পাদক মো. সাইফ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. সাদেকুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক সৈয়দা আফিয়া মালিহা, সমাজকল্যাণ সম্পাদক মো. ফেরদৌস হাওলাদার, সহ-সমাজকল্যাণ সম্পাদক হাজেরা আলম রুহনা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শরিফ আহমেদ, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওয়ানা মার্জিয়া, পাঠাগার সম্পাদক আরিফুর রহমান ও সহ-পাঠাগার সম্পাদক দ্বীপ বিশ্বাস।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন: মো. আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ ইব্রাহিম, ওয়াহিদ নাওয়াজ, মো. রহমাতুল্লাহ এবং ইফফাত রাইসা নূহা।

বিজয়ী সহ-সভাপতি ফরহাদুজ্জামান বলেন, "আমাদের বিভাগের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং একটি সৃজনশীল ও সমৃদ্ধ পরিবেশ তৈরি করতে আমি নিরলসভাবে কাজ করে যাব। আমরা একসঙ্গে কাজ করলে এই বিভাগকে আরও সমৃদ্ধ এবং শিক্ষার্থীবান্ধব করতে পারব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাকে এই দায়িত্বে আসীন করার জন্য বিভাগের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার কাজের মাধ্যমে তাদের আস্থা ও বিশ্বাসকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করব।"

সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বলেন, "আমাদের বিভাগে এবারই প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন। সেদিক থেকে অবশ্যই আমি আমার কাজের মাধ্যমে শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। এছাড়া, আমার নির্বাচনী ইশতেহারে কিছু কাজের কথা উল্লেখ করেছিলাম। সেই কাজগুলো করার মাধ্যমে যাতে শিক্ষার্থীরা তুলনামূলকভাবে আরও বেশি সুযোগ-সুবিধা পায়, সেদিকে দৃষ্টি রাখব।"

বর্তমান বাংলাদেশ

Link copied!