চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস` এসোসিয়েশন অব টেকনাফের - (চুসাট) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নওশাদ আকবর এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী টিটু ধর।
মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি ) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে একজন করে বৈধ প্রার্থী থাকায় উভয়কে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. রাশেদ মোস্তফা এবং নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ মোরশেদুল হক ও ইব্রাহিম আল হায়দার।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক টিটু ধর বলেন, চুসাটের প্রয়োজনে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবো। সম্প্রীতির এই সংগঠনের জন্য যারা শ্রম ও মেধা দিয়ে কাজ করে এতদূর এগিয়ে এনেছেন সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
চুসাটকে স্মার্ট, শিক্ষার্থীবান্ধব, ঐক্যবদ্ধ এবং সময় উপযোগী সংগঠন হিসেবে গড়ে তোলা আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। চুসাটের স্বতন্ত্র ভাবধারা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সবসময় চেষ্টা করবো।
আপনার মতামত লিখুন :