ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইব্রাহিম, সেক্রেটারি মোহাম্মদ আলী

রেফায়েত উল্যাহ রুপক, চবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৭:২৩ পিএম

চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইব্রাহিম, সেক্রেটারি মোহাম্মদ আলী

ছবি-বর্তমান বাংলাদেশ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ।

রোববার (৫ জানুয়ারী) সকাল ১০টায় চট্টগ্রামের সাফা আর্কেড মিলনায়তনে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমীর মোহাম্মদ শাজাহান।

এ ছাড়া চট্টগ্রাম মহানগরের জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নূরুল আমীন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, পরিকল্পনা সম্পাদক ওসামা রায়হান, ঢাবির সাবেক সভাপতি আবু সাদেক কায়েম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে চবি শাখা ছাত্রশিবিরের সদ্য মনোনীত সেক্রেটারি মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ  বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাহিদ ভাইকে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সভাপতির পদ খালি হওয়াতে আজ সদস্যদের প্রত্যক্ষ ভোটে মোহাম্মদ ইব্রাহিম ভাইকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে আমাকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!