ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

চবিতে বিপ্লবী ছাত্র পরিষদের কমিটি ঘোষণা, নেতৃত্বে আবির-হামিম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ১০:১৪ এএম

চবিতে বিপ্লবী ছাত্র পরিষদের কমিটি ঘোষণা, নেতৃত্বে আবির-হামিম

ছবি-বর্তমান বাংলাদেশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিপ্লবী ছাত্র পরিষদের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইফতেখার আবির-কে আহ্বায়ক ও শেখ হামিম-কে সদস্য সচিব করে মোট ১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয় ।


মঙ্গলবার (১০ই জুলাই) বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ কমিটি অনুমোদন করেন।

 

কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম-আহবায়ক:    মো: সালমান ফার্সী, মোহাম্মদ মুহি উদ্দিন, মাহমুদ সৌরভ, হামিদ হাসান আলাভী এবং হাসিবুল হাসান দীনার সহকারী সদস্য সচিব: জান্নাতুল ফেরদাউস, ফাতিমা আফরোজ, তাহমিদ মাসউদ, তাসনিম তাহমিদ তাকি এবং মো: মিরাজ হোসেন ও সদস্য মিরাজ হোসেন।

 

যৌথ এক বিবৃতিতে কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান বলেন, ছয় মাসের জন্য গঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্র-সমাজ সংস্কারের তত্ত্ব ও প্রায়োগিক কৌশল উদ্ভাবনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে কাজ করবে।


বিবৃতিতে  আরো উল্লেখ করা হয়, বিপ্লবী ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটি আসন্ন চাকসু নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যকে সামনে রেখে ছাত্রদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করে প্যানেল গঠনে জোর তৎপরতা চালাবে।


বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিয়ে রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে নেতৃত্ব দিতে আহ্বান জানানো হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!