ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

ববিতে ইনফ্লুয়েন্স দা ইয়ুথ‍‍`র "স্টুডেন্ট লাইফ এন্ড ওয়েল-বিয়িং" বিষয়ক কর্মশালা আয়োজন

ববি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ১১:১৫ পিএম

ববিতে ইনফ্লুয়েন্স দা ইয়ুথ‍‍`র

ছবি-বর্তমান বাংলাদেশ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইয়ুথ ট্রেইনিং ও সামাজিক সংগঠন ইনফ্লুয়েন্স দা ইয়ুথ "স্টুডেন্ট লাইফ এন্ড ওয়েল-বিয়িং" বিষয়ক কর্মশালার আয়োজন করেছে।

বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের  জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ভিন্নধর্মী এই কর্মশালা আয়োজন করেন সংগঠনটি। গতানুগতিক ধারার বাহিরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে "স্টুডেন্ট লাইফ এন্ড ওয়েল-বিয়িং" বিষয়ক এই   কর্মশালাটির আয়োজন করেন এই সামাজিক সংগঠনটি।

"স্টুডেন্ট লাইফ এন্ড ওয়েল-বিয়িং" বিষয়ক এই কর্মশালায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন ও ব্যক্তিগত উন্নয়নকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। কর্মশালাটিতে আবাসন সমস্যা, আর্থিক সমস্যা, দায়িত্বের ভারসাম্য রক্ষা, বিশ্ববিদ্যালয় জীবনের সাথে খাপ খাওয়ানো, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, র‍্যাগিং প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও নিরাপত্তা, সিজিপিএ বনাম দক্ষতার গুরুত্ব,শিক্ষা ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করা সহ বিভিন্ন দিক গুলোর উপর আলোচনা করা হয়।

সামাজিক সংগঠনটির প্রত্যাশা, এই কর্মশালাটি শিক্ষার্থীদের জন্য বাস্তব জীবনের সমস্যাগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখবে এবং তাদের এক সৃজনশীল ও সমর্থনমুখী পরিবেশ তৈরিতে সাহায্য করবে।

ইনফ্লুয়েন্স দা ইয়ুথের প্রেসিডেন্ট রাকিব হাসান বলেন, বিশ্ববিদ্যালয় নামক মুক্ত মঞ্চে এসে শিক্ষার্থীরা নানান সমস্যার সম্মুখীন হয়, হিমশৈলের উপরিভাগ অর্থাৎ মেধা, যোগ্যতা, দক্ষতা যেমন প্রয়োজন। ঠিক একই ভাবে হিমশৈলের নিচের অংশ অর্থাৎ পারিবারিক শিক্ষা, ব্যক্তিত্ব, শ্রদ্ধা সহ মানবিক মূল্যবোধ খুবই প্রয়োজন। এই একুশ শতকে যোগ্যতা অর্জন তেমন কোনো কঠিন কাজ নয়, কিন্তু একজন ভালো মানুষ হওয়া খুবই কঠিন। তাছাড়া অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের সাথে দীর্ঘ মেয়াদি সম্পর্ক রাখতে এবং দক্ষতা বৃদ্ধিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

উল্লেখ্য, "ইনফ্লুয়েন্স দা ইয়ুথ" বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সামজিক সংগঠন যা সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ও শিক্ষার্থীদের উন্নয়ন নিয়ে কাজ করে থাকে।

বর্তমান বাংলাদেশ

Link copied!