ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

আইইআরের ল্যাব হিসেবে চবির ল্যাবরেটরি স্কুল ও কলেজকে স্বীকৃতি

রেফায়েত উল্যাহ রুপক, চবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৭:৪৩ পিএম

আইইআরের ল্যাব হিসেবে চবির ল্যাবরেটরি স্কুল ও কলেজকে স্বীকৃতি

ছবি: বর্তমান বাংলাদেশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চের ল্যাব হিসেবে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল ও কলেজকে স্বীকৃতি দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজম্যান্টের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সুত্রোল্লিখিত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এ Institute of Education & Research (IER) থাকায় কমিশন কর্তৃক "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল ও কলেজ"-কে IER-এর ল্যাব হিসেবে স্বীকৃতি প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল ও কলেজ"-এর আর্থিক ও অন্যান্য বিষয়াদি কমিশনের ১৬৫-তম পূর্ণ কমিশন সভায় অনুমোদিত "পাবলিক বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত স্কুল/স্কুল ও কলেজ পরিচালনা নীতিমালা-২০২৩" অনুযায়ী নির্ধারণ করার অনুরোধ করা হলো।

এ বিষয়ে ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চের পরিচালক অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন বলেন, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চের একটি করে ল্যাব রয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শিক্ষার্থীরা ৬ মাসের ইন্টার্নশিপ করে। ঢাবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই ল্যাব রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এর অধিনে ল্যাবরেটরি স্কুল ও কলেজ রয়েছে। কিন্তু এতদিন এর কোন স্বীকৃতি ছিলো না।

এ বিষয়ে চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল ও কলেজ ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হলেও এতদিন পর্যন্ত ইউজিসির অনুমোদন ছিলনা। আমি এটির সভাপতির দায়িত্ব নেওয়ার পর অনুমোদনের উদ্যোগ নিয়েছি। আজকে ইউজিসির সভায় ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চের ল্যাব এটি অনুমোদিত হয়েছে। ফলে এখন থেকে ইউজিসির স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে এটি পরিগণিত হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!