ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

ইবি শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ইবি প্রতিনিধি:

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৭:০৮ পিএম

ইবি শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: বর্তমান বাংলাদেশ।

ঝিনাইদহ শহরের আরাপপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

 শুক্রবার বিকেলে ক্যাম্পাসের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে। আহত শিক্ষার্থী মুশিউর রহমান ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ঝিনাইদহের আরাপপুরে দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠি বিচার নিশ্চিত করতে হব।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে প্রতিপক্ষ ভেবে তার উপর অস্ত্রসস্ত্রসহ হামলা করেন একটি পক্ষ। তাঁর হাটুর নিচে ধারালো চাপাতি দিয়ে আঘাত করা হয়। এসময় এক পথচারী তাকে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে আশংকাজনক অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!