ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সাংবাদিকতার মত সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ক্যারিয়ারে এগিয়ে রাখবে: ববি উপাচার্য

ববি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৬:০২ পিএম

সাংবাদিকতার মত সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ক্যারিয়ারে এগিয়ে রাখবে: ববি উপাচার্য

ছবি-বর্তমান বাংলাদেশ।

সাংবাদিকতার মত সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ক্যারিয়ারে এগিয়ে রাখবে বলে মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।

 

রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবননান্দ দাশ কনফারেন্স হলে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) নবীন সহযোগী সদস্যদের বরণ, আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

 

এ সময় তিনি আরো বলেন, সমাজ পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গণমাধ্যম। সাংবাদিকতা থেকে অনেক যোগ্যতা অর্জন করার সুযোগ থাকে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংবাদিকতার মত সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জন্য প্রয়োজনী দক্ষতা গুলোর অন্যতম।


ববিসাসের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, বিআরটিএ এর বরিশাল বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান ও বরিশাল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।


আয়োজনের প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলাম।


এছাড়াও আয়োজনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন দ্যা ডেইলি স্টারের বরিশাল ব্যুরো প্রধান সুশান্ত ঘোষ, প্রথম আলোর বরিশাল ব্যুরো প্রধান এম জসীম উদ্দীন, সময় টিভির বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু, দৈনিক মতবাদ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব রায়।


ববিসাসের দপ্তর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় আয়োজনে আরও উপস্থিত ছিলেন, ববিবাসের সাবেক সহ-সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, দপ্তর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ এনামুল হোসেন, কার্যনির্বাহী সদস্য মাসুদ রানা ও মেহরাব হোসেন সহ ববিসাসের সদস্যবৃন্দ।


প্রধান আলোচক গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ইমরান হোসেন বলেন, আমি আশা রাখি আজকের আয়োজনে যারা নবীন সাংবাদিক রয়েছেন তারা ভবিষ্যতে একজন পরিপূর্ণ সাংবাদিক হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হবে।


ববিসাসের সভাপতি মো. জাকির হোসেন বলেন, হাঁটি হাটিঁ পা পা করে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আজ ৬ষ্ঠ বছরে পদার্পন করেছে। এই সংগঠন গড়ার পিছনে অনেক সাবেক সিনিয়রদের পরিশ্রম রয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে নীতি নৈতিকতায় আমরা জিরো টলারেন্স। বরিশাল বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যেতে আমরা কার্যকরী ভূমিকা রাখবো যেন, বরিশাল বিশ্ববিদ্যালয় দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হয়।


উল্লেখ্য, ২০১৯ সালের ৩রা অক্টোবর বস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূলপ্রবাদ শ্লোগানকে কেন্দ্র করে প্রতিষ্ঠা হয় বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির।

বর্তমান বাংলাদেশ

Link copied!