ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন এক ছাত্রলীগ নেতা। এ নিয়ে ক্যাম্পাসে বইছে সমালোচনার ঝড়।
জানা যায়, প্রশাসনের দাওয়াতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল আহমেদ পারফর্ম করতে আসেন। টানা তিন দিন জুয়েল ক্যাম্পাসে পারফর্ম করেন। সেজন্য তিনি নেন মোটা অঙ্কের সম্মানী।
ওই প্রোগ্রামের সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কমিটির আহ্বায়ক ও প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান। সচেতন শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, আহ্বায়ক এর দায় এড়াতে পারে না। অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রলীগ নেতা পারফর্ম করবেন এটা মেনে নেওয়া যায় না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আপনার মতামত লিখুন :