ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

জবির ভর্তি পরীক্ষা: বি, সি এবং ডি ইউনিটের ফল প্রকাশ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৪:৪৪ পিএম

জবির ভর্তি পরীক্ষা: বি, সি এবং ডি ইউনিটের ফল প্রকাশ

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনুষ্ঠিত বি (কলা ও আইন অনুষদ), সি (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুর ১২টায় ডি ইউনিটের এবং বি ও সি ইউনিটের ফলাফল দুপুর ২টায় প্রকাশিত হয়। স্ব স্ব ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়কের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.admission.jnu.ac.bd তে স্ব স্ব পোর্টালে নিজেদের ফলাফল দেখতে পারবে। আগামী ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীগণ পোর্টালে লগইন করে বিষয় পছন্দ (subject choice) দিতে পারবে।

গত ১৪ ফেব্রুয়ারি দুই শিফটে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে ৫৯০টি আসনের বিপরীতে ২৪ হাজার ৯৫৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেন।

কলা ও আইন অনুষদ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৮৫ আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৪২ হাজার ৯৭৪ জন। এবং বিজনেস স্টাডিজ অনুষদের ‘ সি’ ইউনিটে ৫২০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ২৪ হাজার ৯৫৭ জন।

বর্তমান বাংলাদেশ

Link copied!