ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ এর প্রফেসর ড. গোলাম রব্বানি বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করেছেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১১(১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়। নিযোগ পেয়ে তিনি ৩১ অক্টোবর ২০২৪ তারিখ বৃহস্পতিবার অপরাহ্নে যোগদান করেন এবং বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকায় আজ রবিবার (৩ নভেম্বর) অফিস কার্যক্রম শুরু করেন।
রোববার (৩ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন এর সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন এবং উপাচার্য মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল, কোস্টাল স্টাডিস এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হকসহ প্রক্টোরিয়াল বডির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার নিযোগের প্রজ্ঞাপন জারি করা হয়।প্রো-ভিসি হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে।
আপনার মতামত লিখুন :