ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

জাতীয় পার্টির বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি:

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৪:২৬ পিএম

জাতীয় পার্টির বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ

ছবি: বর্তমান বাংলাদেশ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় পার্টির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয় এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মেন গেটে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রতিবাদস্বরূপ একটি পত্রিকা পুড়িয়ে ফেলা হয়।

এসময় বক্তারা বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করেছে। তাদের বিচার করতে হবে। ভারতের দালাল প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আবু সাঈদ ও মুগ্ধ ভাইদের আত্মত্যাগ ভুলিনি, রাজপথেই এর সুষ্ঠু সমাধান করব।

বক্তারা আরও বলেন, জাতীয় পার্টি স্বৈরাচারী সরকারে অনুগত বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে চেয়েছিল। এখন তাদের সেই সুযোগ চলে যাওয়ায় তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসিবাদের দোসর হিসেবে পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের সব ষড়যন্ত্র ছাত্র-জনতা রাজপথে থেকে প্রতিহত করবে। তাদের বিচারের আওতায় এনে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!