ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে ছাত্রশিবিরের ৯ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৭:০৮ পিএম

ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে ছাত্রশিবিরের ৯ প্রস্তাব

ছবিঃ সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও গঠনতন্ত্র সংস্কারে নয় দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার ১৩ জানুয়ারি সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবে ডাকসুর সভাপতি ক্ষমতা সীমিত করে সংস্কারের দাবি করা হয়েছে বলে জানা গেছে।

এসময় ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, আমরা যে সংস্কার প্রস্তাব করছি, অন্যান্য সংগঠনগুলোও করবে। এর মধ্যে সিন্ডিকেট সভার মাধ্যমে যৌক্তিক সংস্কারগুলো নিশ্চিত করে জানুয়ারির মধ্যে ডাকসুর রোডম্যাপ ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায়। আমরাও চাই। তবে ডাকসু আয়োজন করতে প্রশাসন যদি অতিরিক্ত সময় চায়, যৌক্তিক কারণ দেখাতে হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!