চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের সমস্যা সমাধানের জন্য রেলওয়ে মহাপরিচালক মোঃ আফজাল হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
চট্টগ্রাম রেলওয়ের ভি আই পি রেষ্ট হাউজে তাদের মধ্যে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিতে পুলিশের সংখ্যা বাড়ানো,স্টেশনে ওয়াশরুম সংস্কার, শিক্ষার্থীদের বসার পরিবেশ তৈরি করা, সিসি ক্যামরা স্থাপন করা,পুলিশের নিয়মিত টহল বৃদ্ধি করা, স্টেশনে মাদকসেবী বখাটেদের উৎপাত বন্ধ করা,বগি বৃদ্ধি সহ ডেমু ট্রেন চালুর পাশাপাশি শিডিউল বাড়ানো ও লাইন সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহাপরিচালকের নিকট দাবি জানান। এছাড়াও শাটল লাইনের দুপাশ ঘেষে গড়ে উঠা স্থাপনা, গাছপালা পরিষ্কার করা, বগিতে পর্যাপ্ত লাইট ফ্যানের ব্যবস্থা করার উপর জোর দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে যেন অতি দ্রুত শাটলের ভোগান্তি নিরসনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
রেলের মহাপরিচালক সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন। সাক্ষাতকালে রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন রেলওয়ের-সচি মোহাম্মদ ফাহিমুল ইসলাম,মহাব্যবস্থাপক (পূর্ব) মোহাম্মদ সবুক্তগীন, প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক মো: বেলাল হোসেন সরকার সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :