ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ইবির নতুন ট্রেজারার ড. জাহাঙ্গীর আলম

ইবি প্রতিনিধি:

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৭:০২ পিএম

ইবির নতুন ট্রেজারার ড. জাহাঙ্গীর আলম

ছবি-বর্তমান বাংলাদেশ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপর্যুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নবনিযুক্ত ট্রেজারার অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, জুলাই বিপ্লবের শহীদরা যে আত্মত্যাগ করেছে, তাদের সে ত্যাগকে ধারন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের জন্য যেন আমি কাজ করতে পারি এবং এতে সকলের সহযোগীতা কামনা করছি।

বর্তমান বাংলাদেশ

Link copied!