ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

রহস্যজনক মৃত্যু ‘ডেজ অব আওয়ার লাইভস’ অভিনেতার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৬:০০ পিএম

রহস্যজনক মৃত্যু ‘ডেজ অব আওয়ার লাইভস’ অভিনেতার

ছবি: সংগৃহীত

মারা গেছেন জনপ্রিয় ডে-টাইম সোপ অপেরা ‘ডেজ অব আওয়ার লাইভস’-এ অভিনয়ের জন্য পরিচিতি পাওয়া মার্কিন অভিনেতা ফ্রান্সিসকো সান মার্টিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর!

লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষকের বরাতে সংবাদ মাধ্যমগুলো বলছে,ফ্রান্সিসকো সান মার্টিন আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘লিগেচার হ্যাংগিং’। তবে কী কারণে এমন মৃত্যু বেছে নিলেন, তা নিয়ে কিছুই জানানো হয়নি।

সান মার্টিন অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ডেজ অব আওয়ার লাইভস’-এ দারিও হার্নান্দেজ চরিত্র এবং ‘দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’-এ মাতেও চরিত্র।

এছাড়া তিনি সিডব্লিউ-এর জনপ্রিয় সিরিজ ‘জেইন দ্য ভার্জিন’-এ গিনা রড্রিগেজের বিপরীতে অভিনয় করেছিলেন। সেখানে তিনি একজন টেলেনোভেলা তারকার ভূমিকায় দর্শককে মুগ্ধ করেন।

তিনি ২০১৩ সালের এইচবিও ফিচার ফিল্ম ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’-তেও অভিনয় করেন তিনি। স্টিভেন সোডারবার্গ পরিচালিত সেই ছবিতে মাইকেল ডগলাস ও ম্যাট ডেমনের মতো বিখ্যাত অভিনেতাদের সাথে দেখা গেছে তাকে। –কইমই

বর্তমান বাংলাদেশ

Link copied!