ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

শাহরুখকে নিয়ে কানজয়ী অনসূয়ার ‘ক্রেজি গল্প’!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৭:৪৫ পিএম

শাহরুখকে নিয়ে কানজয়ী অনসূয়ার ‘ক্রেজি গল্প’!

ছবি: সংগৃহীত

এই বছরের শুরুতে কান চলচ্চিত্র উৎসবে গোটা বিশ্বের নজর কেড়েছেন কানজয়ী বাঙ্গালি কন্যা অনসূয়া সেনগুপ্ত। ‘দ্য শেইমলেস’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন এই বঙ্গতনয়া।

সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সাথে একটি গোলটেবিল আলোচনায়, অনসূয়া ফাঁস করেছেন কয়েক বছর আগে শাহরুখ খানের সঙ্গে মান্নাতে তার খাস মোলাকাতের কথা। এসময় অনসূয়ার সঙ্গে ছিলেন হলিউড তারকা জুয়েল এডগার্টনও!

অভিনেত্রী বলেন, “শাহরুখ খানকে নিয়ে আমার একটা বেশ ক্রেজি একটা গল্প আছে। তখন ২০১২ সাল, আমি মুম্বাইতে মোটামুটি নতুন ছিলাম এবং আমার বন্ধু, জুয়েল এডগার্টন একটি ছবিতে তারকা ছিলেন, যেখানে আমি ডিএ ছিলাম। ছবির নাম ছিল ‘দ্য ওয়েটিং সিটি’ অস্ট্রেলিয়ান চলচ্চিত্র। কিছু কাজের জন্য মুম্বাই যাচ্ছিলেন এবং আমরা সবাই একত্রিত হয়েছিলাম। তারপর জুয়েল আমাকে জিজ্ঞেস করল আমি কি করছি আর আমাকে সাথে আসতে বলল। ওর পরিকল্পনা সম্পর্কে আমার ধারণা ছিল না। এরপর গাড়ি থামে, আমি বাইরে এসে দেখি সামনে মান্নাত।”

তিনি আরও বলেন, ‘আমি আতঙ্কিত হয়ে পড়লাম। সোজা গাড়িতে উঠে বসলাম, মনে হচ্ছিল আমি ওখানে ঢুকতে পারব না! আমাকে বাড়ি ফিরতে হবে, বোকা বোকা পোশাক পরেছিলাম, ফলে আমাকে দেখতে গরীব এবং ম্যাড়ম্যাড়ে দেখাচ্ছিল। আমি জুয়েলকে বললাম আমি যেতে পারব না। আমি শেষমেষ গিয়েছিলাম এবং সেখানে অভিবাদন জানাতে খোদ শাহরুখ হাজির ছিলেন। এক আশ্চর্যজনক ম্যাজিক্যাল ব্যক্তিত্ব। আমি তো প্রায় মারা যাচ্ছিলাম, যত ঘণ্টা ধরে আমি মান্নাতে ছিলাম মনে করছিলাম, ‘ওহ মাই গড! আমার মনে আছে আমার প্রিয় বন্ধু এবং ভাইকে বার্তা পাঠিয়েছিলাম এবং তারা বলেছিল যে গিয়ে শাহরুখের সঙ্গে কিছু ছবি তুলতে!

অনসূয়া এর আগে অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ (২০০৯) ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও তিনি সঞ্জীব শর্মার ‘সাত উচাক্কে’ (২০১৬), সৃজিত মুখার্জির ‘ফরগেট মি নট অ্যান্থোলজি ফিল্ম রে’ (২০২১) এর মতো ছবিতে প্রোডাকশন ডিজাইনার হিসাবে কাজ করেছেন। তার ‘দ্য শেইমলেস’ সম্প্রতি মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল। –পিঙ্কভিলা

বর্তমান বাংলাদেশ

Link copied!