গেল কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী কিশোর কুমারকে নিয়ে বায়োপিক আসছে। যেটি নির্মাণ করবেন অনুরাগ বসু। কিন্তু কে হবে পর্দার কিশোর কুমার তাই নিয়ে জল্পনা চলছিল। এবার জানা গেল, কিশোর কুমারের চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান।
একের পর এক ব্যর্থতায় মাঝে বক্স অফিস থেকে বেশ লম্বা একটা বিরতি নিয়েছেন আমির খান। তবে এই সুপারস্টার আবার ফিরছেন দর্শক দরবারে।
সম্প্রতিই ‘সিতারে জামিন পার’-এর শুটিং সেরে ফেলেছেন আমির। যেটি কিনা আগামী ২০২৫ এ মুক্তি পাবে বলে খবর। এছাড়াও পিঙ্কভিলা সূত্রের খবর, আমিরের ঝুলিতে নাকি রয়েছে আরও ৫ টি ছবি, যেগুলো করার জন্য নাকি বেশ আগ্রহী অভিনেতা। তার মধ্যেই রয়েছে কিশোর কুমারের বায়োপিক।
ইতোমধ্যে প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে কিশোর কুমারের বায়োপিক নিয়ে আলোচনা করেছেন আমির খান ও নির্মাতা অনুরাগ। এখনও পর্যন্ত তাদের মধ্যে মধ্যে চার-পাঁচটি মিটিং হয়েছে বলেও খবর।
জানা গেছে, কিশোর কুমারের বায়োপিক অনুরাগ বসু এবং ভূষণ কুমারের এক স্বপ্নের প্রজেক্ট। তারা সুন্দরভাবে এই প্রজেক্টটি উপস্থাপন করতে চান। এদিকে আমির খানও কিশোর কুমারের একজন বড় অনুরাগী। আর তাই তিনিও অনুরাগ বসুকে এই কিংবদন্তীর জীবন তুলে ধরার বিষয়ে সাহায্য করতে চান।
পরিচালক এই ছবিটিকে একটা অন্যমাত্রা দিতে চান, নিখুঁতভাবে ছবিটি বানাতে চান। আর এই বিষয়টিই আমিরকে সবচেয়ে বেশি আগ্রহী করেছে বলে খবর।- পিঙ্কভিলা
আপনার মতামত লিখুন :