বয়সের পার্থক্যকে বুড়ো আঙুল দেখিয়ে বেশ জমকালো প্রেমে ছিলেন মালাইকা অরোরা আর অর্জুন কাপুর। এমনকী দুজনের বিয়ের প্ল্যানিংও সামনে এসেছিল। কিন্তু চলতি বছরে হঠাৎই গুঞ্জন ওঠে তাদের বিচ্ছেদের। অনেকদিন একাধিক জল্পনায় মুখ বন্ধ রাখার পর, অর্জুন হঠাৎই তার দিওয়ালির সময় নিজেকে সগর্বে ‘সিঙ্গল’ বলে দাবি করেন।
তবে এসবেরই মধ্যে নিজেদের সোশ্যাল মিডিয়ায় একের পর এক অদ্ভুত পোস্ট করে চলেছেন মালাইকা ও অর্জুন দুজনেই। এবার যেমন মালাইকার স্টোরিতে লেখা দেখা গেল, ‘আমার এত সময় নেই, কে আমার ব্যাপারে কী ভাবছে, তা নিয়ে মাথা ঘামানোর। আমি খুব ব্যস্ত সেই মানুষগুলোকে ভালোবাসতে, যারা আমাকে ভালোবাসে।’
কদিন আগে মালাইকা ইনস্টাগ্রাম স্টোরিতে লেখা ছিল, ‘মাই স্টোরি রাইট নাও’। আর সেখানে ছিল ৩টা অপশন ‘রিলেশনশিপ, সিঙ্গল, হেহে’। আর দেখা যায়, ‘হেতে টিক দেওয়া। যা দেখে অনেকের মনেই প্রশ্ন ওঠে, অর্জুন চলে যাওয়ার পর কি নতুন কেউ এসেছে ৫১ বছরের মালাইকা অরোরার জীবনে?
অর্জুন ও মালাইকার বিচ্ছেদের জল্পনায় শিলমোহর পড়েছিল দিওয়ালির দিনে। যখন অভিনেতা রাজনীতিবিদ রাজ ঠাকরে আয়োজিত শিবাজি পার্কের দিওয়ালি পার্টিতে যান। সেখানে অর্জুনকে দেখে উপস্থিত জনতার মধ্যে অনেকেই মালাইকা অরোরার নাম নিয়ে চিৎকার করতে থাকে। যা শুনে অর্জুন বলে ওঠেন, ‘আমি সিঙ্গেল। রিল্যাক্স করো।’ তারপর তিনি আরও যোগ করেছিলেন, ‘ইনি বললেন লম্বা আর হ্যান্ডসাম। শুনে মনে হল বিয়ের কথা বলছেন। তাই আমি বললাম আগে রিল্যাক্স করো।’
২০২৩ সালে শুরুতে একটি সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছিল, ‘মালাইকা এবং অর্জুনের মধ্যে একটি বিশেষ সম্পর্ক ছিল এবং তারা দুজনেই সারাজীবন একে অপরের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে থাকবে। তারা আলাদা হওয়ার পথ বেছে নিয়েছে এবং এই বিষয়ে নীরবতা বজায় রাখবে। তারা কাউকে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করা বা কাঁটাছেড়া করার সুযোগ দেবে না।’ টাইমস অব ইন্ডিয়া
আপনার মতামত লিখুন :