ক্যারিয়ারে দারুণ সময় কাটাচ্ছেন শাকিব খান। সিনেমা, ব্যবসা, বিপিএলে টিমের মালিকানা- সবমিলিয়ে চারদিকে তার জয়জয়কার। সেই সাফল্যে ভেসে নতুন ছবি ‘বরবাদ’র শুটিংয়ে নামছেন শাকিব। আগামী সপ্তাহে মুম্বাইতে এ ছবির শুটিংয়ে যোগ দিতে যাচ্ছেন এই সুপারস্টার।
‘বরবাদ’ পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। শুটিংয়ের উদ্দেশে শুক্রবার বিকেলে মুম্বাই পৌঁছেছেন তিনি। সেখান থেকে চ্যানেল আই অনলাইনকে জানান, শনিবার (১৯ অক্টোবর) থেকে মুম্বাইতে ‘বরবাদ’র শুটিং শুরু হবে। আগামী সপ্তাহেই শাকিব ভাই শুটে অংশ নেবেন।
বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে ‘বেস্ট টিম’ সমন্বয় করে শুরু হচ্ছে ‘বরবাদ’। এতে শাকিবের নায়িকা থাকছেন ইধিকা পাল। আরও থাকছেন দুই বাংলার নামী শিল্পীরা। পরিচালক বলেন, শিল্পী তালিকা থেকে সবকিছু চমক রয়েছেন। ছবি বানাচ্ছি দর্শকদের জন্য। একে একে তারা জানতে পারবেন। বাংলাদেশের সিনেমায় অতীতে যা হয়নি, তাই করতে যাচ্ছি আমরা। বাকিটা আমরা কাজ করে দর্শকদের কাছে প্রমাণ দিতে চাই।
‘বরবাদ’ মুক্তি পেতে পারে আগামী ঈদুল ফিতরে। প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে এ ছবি। যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমত রেকর্ড!
এর ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা। পরিচালক বলেন, বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেনি। প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেননি। আমাদের বিশ্বাস দর্শকরা হতাশ হবে না। এতটুকু বলতে চাই, একবার দর্শকরা ‘বরবাদ’ টিমকে বিশ্বাস করুক। বাকিটা দর্শকরা স্ক্রিনে দেখতে পাবে।
আপনার মতামত লিখুন :