ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ঈদের ছুটিতে ২৪ ঘণ্টা চালু থাকবে এক্সরে, ওটি, লেবাররুম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪, ০১:০১ এএম

ঈদের ছুটিতে ২৪ ঘণ্টা চালু থাকবে এক্সরে, ওটি, লেবাররুম

ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে দেশের সব সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পাশাপাশি অপারেশন থিয়েটার, লেবার রুম ও জরুরি বিভাগগুলো সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে - চাঁদ দেখা সাপেক্ষে এবার রোজার ঈদ ১০ কিংবা ১১ এপ্রিল। ঈদে তিন দিন ছুটির আগে ৭ এপ্রিল শবে কদরের ছুটি রয়েছে। ঈদের পরে সাপ্তাহিক ছুটি শেষে ১৪ এপ্রিল রয়েছে পহেলা বৈশাখের ছুটি।

সব মিলিয়ে এবার ঈদের সময় ছুটি দীর্ঘ হওয়ায় চিকিৎসাপ্রার্থী কেউ যেন সেবাবঞ্চিত না হন, সেজন্য এই নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার অধিদপ্তরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান (হাসপাতাল ও ক্লিনিক সমুহ) স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
 

চিঠিতে বলা হয়েছে, হাসপাতালগুলোর জরুরি বিভাগগুলোতে সব সময় চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতেও বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।

চিঠিতে আরও বলা হয়, “ঈদের ছুটি শুরুর আগেই পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুয়িড, বিভিন্ন অস্ত্রোপচারের জন্য কেমিক্যাল রি-এজেন্ট, সার্জিকেল সামগ্রী মজুদ রাখতে হবে এবং তাৎক্ষণিকভাবে সরবরাহের ব্যবস্থা রাখতে হবে।”

হাসপাতালগুলোতে পর্যাপ্ত জনবল এবং চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য ঈদের আগে ও পরে সমন্বয় করে চিকিৎসকসহ কর্মীদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশনায়।

ছুটিকালে বিভিন্ন বিভাগের ইউনিট প্রধানদের প্রতিদিন হাসপাতালের কার্যক্রম তদারক করতেও বলা হয়েছে।

ঈদের দিন রোগীদের উন্নতমানে খাবার পরিবেশন করতেও বলেছে অধিদপ্তর।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!