ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

মার্কিন নির্বাচনে নারী ভোটারে আস্থা হ্যারিসের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৫:৩৮ পিএম

মার্কিন নির্বাচনে নারী ভোটারে আস্থা হ্যারিসের

ছবি: সংগৃহীত

আসন্ন মার্কিন নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত অ্যারিজোনা এবং মিশিগানের মতো রাজ্যগুলোতে তরুণীরা ভোট নিয়ে বেশ উচ্ছ্বসিত। তারা প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। আর বিশ্লেষকদের ধারণা, এই তরুণী ভোটারেরা এবারের নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে।

কমলা হ্যারিস আশা করছেন, এই তরুণীরা নির্বাচনের ফলাফল তার পক্ষে নিয়ে যাবে। তিনি তরুণীদের ভোট নিয়ে বেশ আত্মবিশ্বাসী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মিশিগান বিশ্ববিদ্যালয়ের অ্যান আর্বার ক্যাম্পাসে অতিরিক্ত তাপমাত্রার মধ্যে পড়ন্ত সকালে কয়েক ডজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে ছিলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী কিলি গনং।

কিলিং গনং তার প্রথম ভোটটি হ্যারিসকে দিতে যাচ্ছেন উল্লেখ করে বলেন, হ্যারিস এমন একজন নেতা যাকে আমি আমার দেশের প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ দিতে চাই। তার মতো নেতাকে আমি খুঁজছি।

গনং বলেন, নির্বাচনের এখনো কিছুদিন বাকি আছে। তবে আমরা আজকেই ভোট দিচ্ছি। আর আমাদের অর্থ্যাৎ ছাত্রদের কণ্ঠস্বর এবারের নির্বাচনে অবশ্যই একটি পার্থক্য করতে যাচ্ছে।

গর্ভপাতের অধিকারের কথা উল্লেখ করে তার বন্ধু লোলা নর্ডলিঙ্গার বলেন, আমাদের সমস্যাগুলোর মধ্যে লিঙ্গ সমতা অগ্রভাগে রয়েছে।

ক্যাম্পাসে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতন করেন আদ্রিয়ানা পিট। তিনি বলেন, আমি মনে করি অনেক নারী ভোটার এবারের নির্বাচনে প্রথমবার অংশ নিতে যাচ্ছে। যাদের অধিকাংশ হ্যারিসের ভোটার বলা যায়।

হার্ভার্ড ইনস্টিটিউট অফ পলিটিক্সের সাম্প্রতিক জরিপ অনুসারে, হ্যারিস ১৮-২৯ বছর বয়সী নারীদের মধ্যে ৩০ শতাংশ এগিয়ে রয়েছেন। আর কলেজ শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৮ শতাংশ এগিয়ে আছেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!