ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

প্রেমিকার স্বামী ও বাবাকে খুন করতে গিয়ে অন্য ব্যক্তিকে হত্যা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৬:০১ পিএম

প্রেমিকার স্বামী ও বাবাকে খুন করতে গিয়ে অন্য ব্যক্তিকে হত্যা

ছবিঃ সংগৃহীত।

ভারতের লখনউয়ের এক ব্যক্তি তার প্রেমিকার স্বামী ও বাবাকে খুন করার জন্য খুনিদের ভাড়া করে। কিন্তু খুনিরা ভুল করে এক ক্যাব চালককে হত্যা করে।

সোমবার (১৩ জানুয়ারি) এনডিটিভি’র একটি প্রতিবেদনে বলা হয়, এই হত্যা মামলার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এখন পর্যন্ত তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত ১টি ভারতে তৈরি আগ্নেয়াস্ত্র, ১৪টি গুলি, ৩টি মোবাইল ফোন এবং হত্যায় ব্যবহৃত ১টি বাইক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রবীণা ত্যাগী জানান, ৩০ ডিসেম্বর লখনউয়ের মাদেহগঞ্জে পুলিশ একটি মৃতদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রিজওয়ান। আমাদের নজরদারি দল, বিশেষ অপারেশন গ্রুপ এবং স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন আফতাব আহমেদ, ইয়াসির এবং কৃষ্ণকান্ত।

অফিসার জানান, আফতাব আহমেদই ছিলেন হত্যার পরিকল্পনাকারী প্রধান অভিযুক্ত। তিনি ইয়াসিরের সাথে যোগাযোগ করে জানান, তার প্রেমিকার স্বামী এবং বাবাকে হত্যা করতে চান। এরপর ইয়াসির কৃষ্ণকান্তকে পরিকল্পনায় জড়িয়ে ফেলেন। কিন্তু তারা ভুল পরিচয় বা অন্য কোনো কারণে তারা মোহাম্মদ রিজওয়ানকে হত্যা করেন।

 

বর্তমান বাংলাদেশ

Link copied!