ভারতের মহারাষ্ট্র বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে ৫ বাংলাদেশিকে গ্রেফতার করেছে সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস)। তাদের বিদেশি আইন ১৯৪৬ এবং পাসপোর্ট (ভারতে প্রবেশ) বিধিমালা, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আহাত জামাল শেখ, রেবুল সামাদ শেখ, রনি শরিফুল খান, জুলু বিল্লাল শরীফ এবং মনির মোহাম্মদ সিরাজ মোল্লা। শুক্রবার ঐ রাজ্যের নাভি মুম্বাই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা ঐ এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিলেন।
শনিবার এটিএসের এক কর্মকর্তা জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে তাদের ভিক্রোলি ইউনিট (মুম্বাই) ঘানসোলি এলাকার দুটি স্থানে অভিযান চালিয়েছে। এ সময় ৫ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তারা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে বসবাস করছিল।
তিনি আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে এবং তাদের হেফাজতে নিয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :