ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

মার্কিন নির্বাচনের আগে অনলাইনজুড়ে গুজবের বন্যা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৪:১৪ পিএম

মার্কিন নির্বাচনের আগে অনলাইনজুড়ে গুজবের বন্যা

ছবি: সংগৃহীত

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে গুজব। এরমধ্যে রয়েছে ভোট জালিয়াতির মিথ্যা এবং বিভ্রান্তিকর অভিযোগও।

রোববার (৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভোটের সাথে সম্পৃক্ত শতশত অনিয়মের অভিযোগ অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এসব অভিযোগ ব্যক্তিগতভাবে সংগ্রহ এবং প্রোফাইল থেকে শেয়ার করা হচ্ছে। রিপাবলিকান সম্পর্কিত কিছু গ্রুপ থেকেও এগুলো শেয়ার করা হচ্ছে। এছাড়া ডেমোক্র্যাটদের গ্রুপ থেকেও কিছু সংখ্যক মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ছে।

অনলাইনে ছড়িয়ে পড়া এসব অভিযোগের বিপরীতে এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখী হতে চাচ্ছে নির্বাচন কর্মকর্তাদের। এসব মিথ্যা, গুজবে বিশ্বাস না করতে এবং আসন্ন নির্বাচনে ভোটারদের আশ্বস্ত করতে কাজ করছেন তারা।

ছড়িয়ে পড়া এসব পোস্টের মধ্যে অধিকাংশ পোস্ট বিশ্লেষণে দেখা যাচ্ছে, সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত নির্বাচনে অর্থাৎ ২০২০ সালের নির্বাচনেও জয় লাভ করেছিলেন কিন্তু তিনি প্রতারিত হয়েছিলেন। আসন্ন নির্বাচন ৫ নভেম্বরেও তিনি বিজয় হয়ে প্রতারিত হবেন।

এর আগে সেপ্টেম্বরে প্রেসিডেন্টের এক বিতর্কে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নেবেন কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, যদি নির্বাচন ‘সুষ্ঠু ও আইনগতভাবে ভালো হয়’ তবে মেনে নিবেন।

তবে গত সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এবং এসএসআর এস একটি জরিপ প্রকাশ করে। সেখানে দেখা যায়, ৭০ শতাংশের বেশি আমেরিকান মনে করেন, নির্বাচনে ট্রাম্প পরাজিত হলে ফলাফল প্রত্যাখ্যান করবেন।

এই সপ্তাহে ট্রাম্প নিজেই একটি ‘কী সুইং স্টেটে’ ব্যাপক জালিয়াতির দাবি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ এ ট্রাম্প তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে জানান, পেনসিলভানিয়া প্রতারণা করছে এবং ধরা পড়ছে। তাদের এটি বড় আকারের প্রতারণা, যা এর আগে খুব কমই দেখা গেছে। কর্তৃপক্ষের কাছে প্রতারণার অভিযোগ দাখিল করুন। আইন প্রয়োগকারীকে এখনই কাজ করতে হবে।

বিভ্রান্তিকর কিছু মিথ্যা অভিযোগ

সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজ বোর্ড এবং চ্যাট গ্রুপে নির্বাচনী জালিয়াতির শত শত অভিযোগ দেখেছে বিবিসির প্রতিনিধিরা। এই পোস্টগুলোর মধ্যে কয়েকটি লক্ষ লক্ষ বারও শেয়ার হয়েছে৷

পোস্টগুলো ইঙ্গিত করেছে, অ-নাগরিকদের পক্ষে ভোট দেয়া সহজ, ভোটিং মেশিন সম্পর্কে মিথ্যা দাবি করেছে এবং ব্যালট-গণনা প্রক্রিয়ায় অবিশ্বাসের বীজ বপন করেছে।

একটি ভিডিওতে দাবি করা হয়, জর্জিয়ায় সম্প্রতি আগত হাইতিয়ানরা ভোট দিচ্ছেন।

বিবিসি এই ভিডিওটি বিশ্লেষণ করে দেখেখে, এটি স্পষ্ট একটি মিথ্যা, এবং গুজব। শুক্রবার মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা বলেছিলেন, ভিডিওটি ‘রাশিয়ান প্রভাবশালী অভিনেতাদের’ দ্বারা তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ অন্য এক ব্যক্তি দাবি করেন যে তারা কানাডিয়ান একটি ব্যালটের ছবি পোস্ট করেছেন এবং বলেছেন, ‘আমি ভেবেছিলাম সীমান্তের ওপারে গাড়ি চালিয়ে ভোট দেব।’

বিবিসির বিশ্লেষণে এটিও একটি জাল ভিডিও হিসেবে শনাক্ত হয়েছে। এমন আরও শতশত ভিডিও, ছবি এবং পোস্ট ছড়িয়ে পড়ছে অনলাইনজুড়ে, যেগুলো সম্পূর্ণ মিথ্যা, আর এর মধ্যে ছড়ানো হচ্ছে গুজব।

বর্তমান বাংলাদেশ

Link copied!