ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

রাখাইনে সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৬:১১ পিএম

রাখাইনে সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক সদর দফতরের দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ নিয়ে দ্বিতীয় কোনো আঞ্চলিক কমান্ড সেন্টার হারাল জান্তা বাহিনী। এটি জান্তার দ্বিতীয় আঞ্চলিক কমান্ডের পতনকে চিহ্নিত করেছে। খবর, দ্য গার্ডিয়ানের।

শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় গভীর রাতে টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতি অনুযায়ী আরাকান আর্মি জানিয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে পশ্চিমা সামরিক কমান্ড দুই সপ্তাহের তীব্র লড়াইয়ের পর শুক্রবার পতন করেছে।

ওয়েস্টার্ন কমান্ডের পতানের ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনীর বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। তবে জান্তার বিমান হামলা অব্যাহত রয়েছে। আরাকান আর্মির মুখপাত্র বলেন, জান্তার যুদ্ধবিমান ওই এলাকায় বোমা বর্ষণ করছে। হামলার সময় কিছু সেনা সদর দফতর থেকে পালিয়ে গেছে। আমাদের সেনারা তাদের তাড়া করছে।

দেশটির সেনাবাহিনীর সারা দেশে ১৪টি আঞ্চলিক কমান্ড রয়েছে, যাদের মধ্যে অনেকেই বর্তমানে প্রতিষ্ঠিত জাতিগত বিদ্রোহী গোষ্ঠী বা নতুন প্রতিষ্ঠিত ‘জনগণের প্রতিরক্ষা বাহিনী’র সাথে লড়াই করছে।

২০২১ সালে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছে। প্রথমদিকে জান্তা বাহিনীর বিরুদ্ধে তারা বিক্ষোভ করলেও পরবর্তী সময়ে তা সশস্ত্র লড়াইয়ে রূপ নেয়।

২০২৩ সালে আরাকান আর্মি জান্তার বিরুদ্ধে হামলা শুরু করে। আগস্টে আরাকান আর্মি উত্তরপূর্বাঞ্চলের শহর লাসিও দখল করে। এর মাধ্যমে তারা মিয়ানমারের ইতিহাসে প্রথমবারের মতো একটি আঞ্চলিক কমান্ড দখলে নেওয়ার সক্ষমতা দেখায়।

উল্লেখ্য, বঙ্গোপসাগর উপকূলবর্তী রাখাইন রাজ্যটি মিয়ানমারের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর একটি। যদিও রাজ্যটি প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ ও সেখানকার কিয়াউক পিউ শহরে একটি পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল আছে। কিয়াউক পিউ থেকে পাইপলাইনের মাধ্যমে চীনে তেল ও গ্যাস সরবরাহ করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!