ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

ছাত্রলীগ নেত্রী নিশি বললেন, আগুনের দিন একদিন শেষ হবে

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৩:১৪ পিএম

ছাত্রলীগ নেত্রী নিশি বললেন, আগুনের দিন একদিন শেষ হবে

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি। ছবি : সংগৃহীত

রিমান্ড শেষে হাজতখানায় নিয়ে যাবার সময় বেনজির হোসেন নিশি বলেন, ‘আগুনের দিন একদিন শেষ হবে।’

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

এদিন সন্ত্রাস বিরোধ আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশির ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রিমান্ড শেষে হাজতখানায় নিয়ে যাবার সময় বেনজির হোসেন নিশি বলেন,

‘আগুনের দিন একদিন শেষ হবে।’ এরপর তাকে হাসতে দেখা যায়। তবে আর কিছু বলেননি তিনি।

এর আগে এদিন নিশিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও কলাবাগান থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল ১৩ জানুয়ারি সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরের দিন শাহবাগ থানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার মামলায় তাকে ২ দিনের রিমান্ড দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথস্থ আল বারাকা রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০০/১৫০ জন আসামি একত্রে সমবেত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ব্যানার ব্যবহার করে জনসম্মুখে সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশ্যে এবং ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য মিছিল বের করে। আসামিরা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়। এছাড়াও তাদের মিছিল ও স্লোগান ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করতে থাকে। সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা পরিকল্পনা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!