ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

রয়েল পাবলিকেশন গুণীজন ও সাহিত্য সম্মাননা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৪, ১০:৩৪ পিএম

রয়েল পাবলিকেশন গুণীজন ও সাহিত্য সম্মাননা  অনুষ্ঠিত

ছবি-বর্তমান বাংলাদেশ।

মেধা ও মননশীলতা বিকাশে বদ্ধপরিকর এই স্লোগানকে ধারণ ও লালন করে হাঁটিহাঁটি পা পা করে বাংলাদেশের প্রথম শ্রেণির প্রকাশনা প্রতিষ্ঠান ‍‍`রয়েল পাবলিকেশন‍‍` এগিয়ে চলেছে।

 

প্রতি বছরের ন্যায় এবার ও গতকাল শুক্রবার  রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে ‍‍`রয়েল পাবলিকেশন‍‍` কর্তৃক আয়োজিত গুণীজন ও সাহিত্য সম্মাননা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত গুণীজন ও সাহিত্য সম্মাননা অনুষ্ঠানে রয়েল পাবলিকেশন-এর প্রকাশক মো. মনিরুল ইসলাম(রয়েল) এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কার্টুনিস্ট, রম্য সাহিত্যিক ও উন্মাদের সম্পাদক আহসান হাবীব।

 

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজবিস্তার ফাউন্ডেশন এর সভাপতি ড.এম.এ.সোবহান ও রয়েল পাবলিকেশন‍‍`র প্রধান উপদেষ্টা সায়রা সুলতানা অপু।

 

এছাড়াও একঝাঁক দেশবরেণ্য গুণী লেখক, কবি, সাহিত্যিক উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বইমেলা ২০২৪ এ প্রকাশিত বিভিন্ন ক্যাটাগরিতে  ৯ জন লেখককে সেরা পাণ্ডুলিপি এবং ২জন প্রচ্ছদ শিল্পীসহ মোট ১১জনকে  সম্মাননা পদক ও সনদ দেওয়া হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!