তোমরা মানুষ আর আমি ফুটপাতে বেড়ে উঠা পথশিশু,
তোমরা যখন ঘুমাতে যাও ভীষণ ভোরে,
ঠিক তখন আমি বের হই খাবারের খোঁজে,
আধো আলো আধো আধারে রেললাইন
ধরে হাঁটতে হাঁটতে সাজাই আমার স্বপ্নের দুনিয়া।
জানো,তোমাদের চাকচিক্যময় জীবন আমায় আন্দোলিত করে না,
বিশ্বাস কর, বিন্দুমাত্র কৌতূহল উদ্রেক করে না।
যখন গভীর রাতে ফ্লাইওভারের নিচে আমার জীর্ণ দেহ তন্দ্রায় আচ্ছন্ন থাকে,
তখনও না!
তোমাদের লাল মার্সিডিজ কিংবা কালো বিএমডব্লিউ,
আমার মনে কোন আকাঙ্ক্ষার সৃষ্টি করে না,
তোমাদের দামি স্যুট, কড়া পারফিউম কিংবা রাতভর পার্টির মাস্তি,
আমার স্বপ্নের জগতে আঘাত করে না,করে না কখনোই লাইনচ্যুত!
তোমরা ভাবতে পারো জীবনের প্রতি হয়ত আমার অনেক অভিযোগ,
কিন্তুু না, বিধাতার প্রতি আমার নেই কোন ক্ষোভ!
আমার কাছে গুলশান, বনানী, করাইল বস্তি কিংবা মহাখালীর ফুটপাতে কোন ভিন্নতা নেই,
ভিন্নতা শুধু বিবেকে শুধুই মরমে!
লেখক : শিক্ষার্থী, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
আপনার মতামত লিখুন :