কক্সবাজার শহরের কলাতলীতে গরু চুরির অপবাদে এক যুবককে রাতভর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) ভোর ৫ টার দিকে শহরের ১২ নং ওয়ার্ডের সৈকত পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাজ্জাদ হোসেন (২১) প্রকাশ সুনিয়া। তিনি একই ওয়ার্ডের মধ্যম কলাতলী এলাকার মোঃ আলমের ছেলে।
নিহত সাজ্জাদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২ টার দিকে সৈকত পাড়া এলাকার বাসিন্দা নূর আহমেদ ও তার পরিবারের সদস্যরা গিয়ে তুলে সাজ্জাদকে তুলে নিয়ে আসে। পরে সেখানে গরু চুরির অপবাদে রাতভর পৈশাচিক নির্যাতন করে। এসময় খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে গেলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে।
এই বিষয়ে সাজ্জাদের মা সাহেরা খাতুন জানান, তার ছেলে কোনো দোষ না করা স্বত্ত্বেও সৈকত পাড়ার নূর আহমেদ ও তার পরিবারের সদস্যরা তুলে নিয়ে যায়।পরে আমরা গেলে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ছেলে গরু চুরি করেছে অপবাদ দেয়।
সাজ্জাদের স্ত্রী শাহনাজ পারভীন জানান, তার স্বামীকে হঠাৎ কয়েকজন মিলে তুলে নিয়ে যায়। রাতে তাকে ছাড়িয়ে আনতে গেলে ১ লক্ষ টাকা দাবি করা হয়। তারা চলে আসলে হঠাৎ ভোর ৫ টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে এবং বলে তার স্বামীকে মর্গে রাখা হয়েছে।
এই ঘটনার সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন সাজ্জাদের পরিবার। তারা জানান, নিরীহ নিরপরাধ মানুষকে যারা এভাবে মেরে ফেলেছে তারা যেন পার না পাই।
এই বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, হত্যার বিষয়টি আমরা খবর পেয়েছি। ইতোমধ্যে একটি টিম সেখানে গিয়েছে এবং বিষয়টা খতিয়ে দেখছি।
আপনার মতামত লিখুন :