ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর ভাওয়াল গড়ে পরিবার ও বন্ধুদের আয়োজনে নববর্ষ পালন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০৮:৪২ পিএম

গাজীপুর ভাওয়াল গড়ে পরিবার ও বন্ধুদের আয়োজনে নববর্ষ পালন

ছবি-বর্তমান বাংলাদেশ

বাঙ্গালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ। নতুন বাংলা বছরকে বরণ করায় ব্যবস্থ। বাংলা নববর্ষ উপলক্ষে দিনটি ঢাকাসহ সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হয় “১৪৩১ বাংলা বর্ষবরণ অনুষ্ঠান।”

এরই ধারাবাহিকতায় গাজীপুর ভাওয়াল গড়ে বিশাল মনোরম এক স্থানে পরিবার সদস্য ও বন্ধু বান্ধবীদের উপস্থিতিতে বাংলা নববর্ষ শুরু হয়।

সোমবার পরিবার ও বন্ধুদের আয়োজনে গাজীপুর ভাওয়াল গড়ে বিশাল মনোরম পরিবেশে আনন্দের মধ্য দিয়ে নববর্ষ পালন করা হয়।


যেভাবে এলো নববর্ষ:

ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর খাজনা আদায়ে সুষ্ঠুতার লক্ষ্যে মোগল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর বাংলা সন প্রবর্তন করেন ।

রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহ উল্লাহ সিরাজি সৌর সন-আরবি হিজরী সন নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন।

১৫৫৬ খ্রিষ্টাব্দ ১০ই মার্চ বা ৯৯২ হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়।কার্যকর করা হয় আকবর-এর সময় ৫ নভেম্বর ১৫৫৬ থেকে।

বাংলা চৈত্র মাসের শেষ দিনে খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতেন।পহেলা বৈশাখ নিজ নিজ অঞ্চল অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন।

এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয় যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত শায়রুল কবির খান বর্তমান বাংলাদেশকে বলেন, "পানতা বৈশাখ"-এর সমন্বয়ক সিগমা আপার ধৈর্য্য ও বুদ্ধিমত্তায় সাবলীল ভাবে সবকিছু করে গিয়েছেন যা মুগ্ধ করেছে সবাইকে। সারাদিন নানা আয়োজনে বেশি আনন্দে কেটেছে সবার।

তিনি বলেন, সন্ধ্যায় বিদায় মূহুর্ত পর্যন্ত তার আদরের আরেক বোনকে নিয়ে বস সম্পন্ন করেছেন। আমি আমন্ত্রিত অতিথি হিসেবে মুগ্ধ  হয়ে শুধু দেখেছি। পরিশেষে বলতে চাই তিনি চমৎকার নেতৃত্ব দিয়েছেন। সবার জন্য দোয়া রইলো।

 

বর্তমান বাংলাদেশ

Link copied!