বাজার তদারকি কার্যক্রমে সারাদেশে ১২ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২ ডিসেম্বর)দপ্তরটির উপপরিচালক আফরোজা রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, সবজি, ডিম, ব্রয়লার মুরগিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সারাদেশে ৩৬টি জেলায় দপ্তরটির ৫০টি টিম এই অভিযান পরিচালনা করে। এসব অভিযানে একেকটি প্রতিষ্ঠানে বিভিন্ন পরিমাণে এসব জরিমানা করা হয়েছে।
আরও বলা হয়, অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্কফোর্স এর আওতায় সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :