আপিল বিভাগের বিচারক হিসাবে শপথ নিয়েছেন তিনি বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান।
এসময় আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিমকোর্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী।
হাইকোর্ট বিভাগের এই তিন বিচারককে আপিল বিভাগে নিয়োগ দিয়ে বুধবার আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন হয়েছিল।
নতুন তিনজনকে নিয়ে আপিল বিভাগে এখন বিচারকের সংখ্যা দাঁড়াল আটজনে।
আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগে কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।
বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। নতুন তিন বিচারপতি নিয়োগ দেওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াল আটজনে।
আপনার মতামত লিখুন :