ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

আগামী সপ্তাহের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তের সিদ্ধান্ত: উপদেষ্টা মাহফুজ

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৬:৩০ পিএম

আগামী সপ্তাহের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তের সিদ্ধান্ত: উপদেষ্টা মাহফুজ

ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সবগুলো পক্ষের সঙ্গে কথা বলে আগামী সপ্তাহের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তের সিদ্ধান্ত জানাবে সরকার।

আগামী সপ্তাহে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ফরেইন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান।

মাহফুজ আলম বলেন, ছাত্রদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা এসেছে। সরকার একটি ঘোষণাপত্র দেবে, তবে তা হবে সবার ঐক্যমতের ভিত্তিতে। আমরা ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছি।

‍‍`আগামী সপ্তাহে আলোচনা শুরু করে তা শেষ করব। শুধু রাজনৈতিক দল নয়, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা ব্যক্তিদের সঙ্গেও আলোচনা হবে,‍‍` বলেন তিনি।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, এটি সংস্কারের ওপর নির্ভর করবে। এ মাসের মধ্যেই সরকার কয়েকটি সংস্কার কমিশনের রিপোর্ট পাবে।

‍‍`রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের

সঙ্গে আমরা আলোচনা করব। রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কতটুকু সংস্কার আমরা করতে চাই,‍‍` বলেন তিনি।

নির্বাচনের সময় নির্ধারণ সম্পর্কে মাহফুজ আলম বলেন, সংস্কারের মেয়াদই নির্ধারণ করবে নির্বাচন কখন হবে। ‍‍`এটি দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি বা মধ্যমেয়াদি হবে কি না, তা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।‍‍`

স্থানীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে সাধারণ মানুষ নাগরিকসেবা সঠিকভাবে পাচ্ছে না।

‍‍`এমন পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তবে বিষয়টি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই হবে,‍‍` বলেন এ উপদেষ্টা।

বর্তমান বাংলাদেশ

Link copied!