ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৮:৪৩ পিএম

সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান

জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান- ছবি: বাংলাদেশ সেনাবাহিনী

জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি জুলাই আন্দোলনে আহতদের মনোবল না হারানোর আহ্বান জানান।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনী আয়োজিত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে এ আহ্বান জানান সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

অভ্যুত্থানে শহিদ এবং আহতদের জাতির কৃতি সন্তান অবহিত করে কাউকে মনোবল না হারানোর আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসনে সেনাবাহিনী চেষ্টা করে যাবে।

সেনাপ্রধান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত ৪ হাজার ২০০ জন জুলাই আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৮৯ জন আহতকে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ৩৯ জন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। এ সহায়তা কার্যক্রম এখনো চলমান আছে।

তিনি বলেন, আহতদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছে। আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে, সেনাবাহিনী আহতদের পাশে থাকবে। তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।

ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে থাকা শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। ইফতার শেষে জুলাই যোদ্ধাদের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!