ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

সেনাবাহিনীর সাথে আমাদের কোন দ্বন্দ্ব নাই: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ১০:৪১ পিএম

সেনাবাহিনীর সাথে আমাদের কোন দ্বন্দ্ব নাই: সারজিস আলম

ছবি-বর্তমান বাংলাদেশ।

সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশাপ্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি‍‍`র উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।  

শনিবার জাতীয় প্রেস ক্লাবে রংপুর ডিভিশনাল রিপোর্টার্স ফোরাম, ঢাকার (আরডিআরএফ)

ইফতার ও দোয়া মাহফিলে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। আরডিআরএফ এর ইফতার ও দোয়া মাহফিলে সমিতির সদস্য ও রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করেন।

সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই উল্লেখ করে সারজিস বলেন, ‘অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা।

মব জাস্টিস ও ন্যায়বিচার সাংঘর্ষিক মন্তব্য করে এনসিপির উত্তরবঙ্গের মূখ্য সংগঠক বলেন, ‘দেশের স্থিতিশীলতার জন্য যেকোনো বিশৃঙ্খলা এড়াতে হবে। কারণ, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন।’

রংপুর বিভাগকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান সারজিস। 
আয়োজনে যোগ দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে পারলে দেশের প্রত্যন্ত অঞ্চলে সফলতা আসবে।’

গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়ে আইন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা।

এতে আরও বক্তব্য দেন- রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী,  আরডিআরএফ সভাপতি মো. তামজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আপেল শাহরিয়ার, আজকের দৈনিকের সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান সাঈদী সোহাগসহ আরডিআরএফ-এর সদস্যবৃন্দ।

বর্তমান বাংলাদেশ

Link copied!