ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

এক অর্থবছরে বিমানের আয় সাড়ে ১০ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৭:০৩ পিএম

এক অর্থবছরে বিমানের আয় সাড়ে ১০ হাজার কোটি টাকা

ছবি-বর্তমান বাংলাদেশ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড পরিমাণ ১০ হাজার ৫৭৫ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে অপারেশনাল মুনাফা অর্জিত হয়েছে এক হাজার ৫৫৬ কোটি টাকা। তবে ডলারের মূল্য বৃদ্ধিতে এক্সচেঞ্জ লস ও ট্যাক্স পরবর্তী ২৮২ কোটি টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে ওই অর্থবছরে। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির বার্ষিক সাধারণ সভায় এ তথ্য উঠে আসে।

গত শনিবার অনুষ্ঠিত ওই সভায় বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসেব প্রকাশ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। সভায় উপস্থিত বিমান পরিচালনা পর্ষদের সদস্যরা ছাড়াও শেয়ার হোল্ডারদের মধ্যে অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় সাড়ে ৯ ভাগ বেশি আয় হয়েছে। তবে ডলারের মূল্যবৃদ্ধি নিট মুনাফার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ নিয়ে কোভিড মহামারির পর টানা চতুর্থ বারের মতো লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান এবং সর্বশেষ ১০ অর্থবছরে আটবারই নিট মুনাফা অর্জিত হয়েছে।

বিমানের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে বিমান ২১টি উড়োজাহাজের মাধ্যমে দেশি-বিদেশি ৩০টি গন্তব্যে মোট ৩৩ লাখ ৬৩ হাজার ৬৮৫ জন যাত্রী পরিবহন করেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় এক লাখ বেশি। এ ছাড়াও ৪৩ হাজার ৪৪ টন কার্গো পরিবহন করে ৬৩৭ কোটি টাকা আয় করেছে, যা আগের অর্থ বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ লাখ ৫০ হাজার ২২২ টন কার্গো হ্যান্ডেল করে, যা আগের অর্থবছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি। বিদেশি ৩২টি যাত্রীবাহী এয়ারলাইন্স ও ১৭টি কার্গো এয়ারলাইন্সকে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা দেওয়া ছাড়াও বিভিন্ন নন-শিডিউল ফ্লাইটেও গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা দেওয়া হয়। আলোচিত অর্থবছরে বিমান বিদেশি এয়ারলাইন্স ৩৩ হাজার ২৯৭টি ফ্লাইটের ৬৬ লাখ ৩২ হাজার ৭৬০ জন যাত্রীকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করেছে।

মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পূর্ণ নিজস্ব আয়ে পরিচালিত একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। বিগত ৫৩ বছরে এই সরকার থেকে কোনো ভর্তুকি নেয়নি। সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে ১৩টি নতুন উড়োজাহাজ ক্রয় বাবদ (লোন ও সুদসহ) চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত ১২ হাজার ৫৭৪ কোটি টাকার সমপরিমাণ ১০৪ দশমিক ৭৯ কোটি ইউএস ডলার পরিশোধ করেছে। এর মধ্যে শুধু ২০২৩-২৪ অর্থবছরেই পরিশোধ করা হয় ১ হাজার ২৭৪ দশমিক ৪৮ কোটি টাকা। তা ছাড়া ওই অর্থবছরে বিমান সরকারি কোষাগারে ভ্যাট ও ট্যাক্স বাবদ ৯২৬ দশমিক ৬৮ কোটি টাকা প্রদান করেছে। পাশাপাশি থার্ড টার্মিনালকে কেন্দ্র করে ২০২৩-২৪ অর্থবছরে নিজস্ব তহবিল থেকে ২৪ দশমিক ৫১ কোটি টাকার জিএসই ইক্যুয়িপমেন্ট কিনেছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!