ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

জানা গেল কয়দিন কম থাকবে গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৪:০৬ পিএম

জানা গেল কয়দিন কম থাকবে গ্যাস সরবরাহ

ছবি: সংগৃহীত।

মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ আবারও কম থাকবে কয়েকদিন। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে আগামী সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত মহেশখালীতে থাকা এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পেট্রোবাংলার জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। এর আগেও রক্ষণাবেক্ষণের জন্য গত ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি মোট ৭২ ঘণ্টা টার্মিনালটি বন্ধ ছিল।

বর্তমান বাংলাদেশ

Link copied!