ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

মোহাম্মদপুরে নিখোঁজ সুবার দেখা মিলেছে প্রেমিকের সঙ্গে নওগাঁয়

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৩:৫০ পিএম

মোহাম্মদপুরে নিখোঁজ সুবার দেখা মিলেছে প্রেমিকের সঙ্গে নওগাঁয়

মোহাম্মদপুরে নিখোঁজ সুবার দেখা মিলেছে নওগাঁয়। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখে গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সরে গেছেন তারা।

সিসি ক্যামেরার ছবি যাচাই করে এসব তথ্য জানিয়েছন মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা।


এই পুলিশ কর্মকর্তা জানান, সুবার বাবা ইমরান রাজিবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সঙ্গে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে। সেখানে সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় এক ছেলের হাত ধরে ঘুরছে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী।

তিনি বলেন, সুবা নওগাঁয় ওই ছেলের সঙ্গে গেছে। তার নাম মোমিন হোসেন। প্রেমঘটিত কারণে সুবা সেখানে গেছে। পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি। তবে ছেলের বাবা-চাচার সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। দুজন যেন পালিয়ে যেতে না পারে সেজন্য তার বাবা-চাচার সহযোগিতা চাওয়া হয়েছে।

গেল সপ্তাহেই মায়ের ফুসফুস ক্যানস্যারের চিকিৎসা করাতে ঢাকায় আসে সুবার পরিবার। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরাবি ইসলাম সুবা। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজ সংবাদ। অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ চান। সোমবার (০৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাবা ইমরান রাজিব।

ওই এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে দেখা গেছে। তবে সেখানে তার ফুফাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!