ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। দুর্ভোগহীন অন্য রকম এক ঈদ যাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরেছিলেন ঘরমুখো মানুষ। একইভাবে স্বস্তিতে ঢাকায় ফিরছেন তারা। শনিবার (৫ এপ্রিল) সকালে কমলাপুর রেলস্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীরা এমন স্বস্তির কথাই জানিয়েছেন। সকাল থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেন কমলাপুরে আসতে থাকে।
যাত্রীরা জানান, এবারের ঈদের দীর্ঘ ছুটি থাকার কারণে, যাত্রা পথে ভিড় কম ছিল। যাওয়ার সময়ও নির্বিঘ্নে ভ্রমণ করতে পেরেছেন তারা।একইসাথে ফিরতি পথেও ট্রেনে স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরছেন যাত্রীরা।
একই সাথে এখনও অনেককে ঢাকা ছাড়তে দেখা যায়। অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও নির্বিঘ্নে যাতায়াতের কথা জানিয়েছেন ঢাকায় ফিরে আসা নগরবাসী।
আপনার মতামত লিখুন :