বাংলাদেশি শ্রমিকদের অমীমাংসিত ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিবাসন প্রসঙ্গে দুই পক্ষই ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অর্থনৈতিক অবদানকে স্বীকৃতি দেন। বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি অনিয়মিত অভিবাসন, মানব পাচার ও অভিবাসী শোষণের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিনের ভিসা আবেদন নিষ্পত্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করলে ইতালীয় উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি এ বিষয়ে দ্রুত সিদ্ধান্তের আশ্বাস দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ও ইতালির উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি ইতালির দৃঢ় সমর্থনের কথা জানান। শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সরকারের চলমান সংস্কার উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন, বিশেষ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও প্রসারিত করতে চান তিনি।
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির মধ্যে গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে আরও ইতালীয় বিনিয়োগের আহ্বান জানান, বিশেষ করে গ্রিনফিল্ড খাতে।
মো. তৌহিদ হোসেন আরও অবহিত করেন, বর্তমান সরকার- বিশেষ করে, বিডা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করে বাংলাদেশে আরও ভালো ব্যবসার পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে।
বাংলাদেশ প্রতিরক্ষা খাতের উপকরণ সংগ্রহের উৎসে বৈচিত্র্য আনতে চায় উল্লেখ করে তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান।
আপনার মতামত লিখুন :