দাবি আদায়ে খোলা মাঠ বেছে নিতে আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে রাজধানীতে একটি অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
এ সময় তিনি বলেন, দাবি আদায়ে যারা রাজধানী ঢাকার রাজপথে নেমে আসেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে তাদের খোলা মাঠে কর্মসূচি আয়োজনের অনুরোধ করছি।
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘মিরপুর, এয়ারপোর্ট, রামপুরা রোডে বেশি সমস্যা। অনুরোধ, দাবি-দাওয়ার ব্যাপারে খোলা মাঠ বেছে নিন। টেবিলে সমস্যা সমাধানের চেষ্টা করুন।’
সাজ্জাত আলী বলেন, ‘ইদানীং বিভিন্ন গোষ্ঠী দাবি আদায়ের জন্য রাজপথ দখল করে। তারা মনে করে রাজপথ দখল করলে দাবি আদায় সম্ভব। যে কারণে ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়।’
আপনার মতামত লিখুন :