দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সান্তাহার পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুদ রানাকে দলের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার দলীয় প্যাডে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অব্যাহতি দেওয়া প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- মো. হাফিজুর রহমান মিন্টু নামের এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে তদন্তে চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার এই সিদ্ধান্ত নিয়েছে। মো. মাসুদ রানাকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সান্তাহার পৌর শাখার ভারপ্রাপ্ত পদ সহ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্তাহার পৌর শাখা শ্রমিক দলের সহ সভাপতি মো. আতাউর রহমান রিকুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা জন্য দায়িত্ব প্রদান করা হলো। সেই সাথে জানানো যাচ্ছে যে, অধিকতর তদন্তের মাধ্যমে এই বিশৃঙ্খলার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :