ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

কুমিল্লার নাশকতা মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৫:৪৮ পিএম

কুমিল্লার নাশকতা মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ২০১৫ সালে দায়ের করা এক নাশকতা মামলা থেকে বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত।

সোমবার ২০ জানুয়ারি কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা জেসমিন তাকে অব্যাহতি দেন। বুধবার ২২ জানুয়ারি বিষয়টি প্রকাশ্যে আসে। এসব তথ্য নিশ্চিত করেছে কুমিল্লার আদালতের পিপি এ্যাডভোকেট কায়মুল হক রিংকু।

এ্যাডভোকেট কায়মুল হক রিংকু জানান,২০১৫ সালে ২৫ জানুয়ারি হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় ঢাকা-চটগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান ভাংচুর ও অগ্নি সংযোগের  ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি নাশকতা মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে দায়ের করা ওই মামলায় বেগম খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। খালেদা জিয়া এই মামলায় ৩২ নম্বর আসামি।

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য পাওয়া যায়নি এবং রাজনৈতিক কারণে এই মামলা দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!