বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন খুনের বিচার যদি না হয় তাহলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না, লুটপাটের বিচার যদি না হয় তাহলে লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না, চাঁদাবাজ দের বিচার যদি না হয় তাহলে চাঁদাবাজি বন্ধ হবে না, ঘুসখোরদের বিচার যদি না হয় তাহলে ঘুস খোরী বন্ধ হবে না।
তিনি বলেন, তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে ইউ ওয়ান জাস্টিস আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদেরকে ভালোবাসি। তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদের আমরা শ্রদ্ধা করি তোমরা আমাদের অহংকার তোমরা আমাদের গর্ব। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) বেলা ১২টায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান
এসব কথা বলেন।
দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক`র সঞ্চালনায় কর্মী সম্মেলনের উদ্বোধন করেন শহীদ সুমন পাটোয়ারীর পিতা মোঃ ফারুক হোসেন।
দীর্ঘ প্রায় ২০ বছর পর দিনাজপুর বড়মাঠে জামায়াতের এই কর্মী সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীদের ঢল নামে। বেলা ৯টার মধ্যে বড়মাঠের কানায় কানায় ভরে যায়।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রংপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, পঞ্চগড় জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন, দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টো, খেলাফত মজলিস দিনাজপুর জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, হেফাজতে ইসলাম দিনাজপুর জেলা সেক্রেটারি মাওলানা জোবায়ের সাঈদ, ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সাবেক সভাপতি মতিউর রহমান, দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, শহীদ রুদ্র সেন`র পিতা অধ্যাপক সুবীর কুমার সেন, অমুসলিম প্রতিনিধি অধ্যক্ষ শিশির কুমার সরকার, নিতাই চন্দ্র দেবনাথ প্রমূখ।
আপনার মতামত লিখুন :